এক্স-রে করে যাত্রীর পায়ুপথে মিলল ৮টি স্বর্ণের বার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক |

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় এক যাত্রীর পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বর্ণের বারগুলোসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক যাত্রী মাসুদুর রহমান পবন (৫২) কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নিপূন চাকমা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- গোপন সংবাদে এমন তথ্য পেয়ে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল চেকপোস্টে অভিযান চালান। এ সময় মাসুদুর রহমান পবন নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

পরে তার পায়ুপথে রাখা ৮০০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণে বার এক্স-রে করে বের করা হয়। আটক স্বর্ণের মূল্য ৪০ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।