একান্ত স্বাক্ষাতকারে ফজলুর রহমান বাবু ; আজকের অবস্থানে আসতে অনেক শ্রম দিতে হয়েছে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশের নাটক ও সিনেমার অন্যতম শীর্ষ অভিনেতা ফজলুর রহমান বাবু। এখন পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ততা থাকে এ গুণী তারকার।

সামনে নতুন দুটি সিনেমায় দেখা যাবে তাকে। যার একটি সরকারি অনুদানের সিনেমা। অন্যটি ওটিটি প্লাটফর্মের জন্য নতুন ওয়েব ফিল্ম। ওটিটি প্লাটফর্মের জন্য অনম বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন ‘দুই দিনের দুনিয়া’, যাতে দেখা যাবে তাকে। অন্যদিকে সরকারি সিনেমা ‘জামদানী’-তেও থাকছেন ফজলুর রহমান বাবু। সিনেমাটি নির্মাণ করছেন অনিরুদ্ধ রাসেল।

সিনেমা দুটিতে অভিনয় করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি সিনেমায়, নাটকে অভিনয় করে। তবে হ্যাঁ, এটা সত্যি আজকের এ অবস্থানে আসার পেছনে আমার নিজেকেও অনেক শ্রম দিতে হয়েছে। আমার কাজের প্রতি দর্শকের আস্থা জন্মেছে। তাই এখন যখন সিনেমায় কাজ করতে যাই তখন তো আসলে গল্প ও চরিত্র আমার খুব ভালো লাগাটা ভীষণ জরুরি। সেই সঙ্গে পরিচালক ও সহশিল্পীর বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। “দুই দিনের দুনিয়া” এবং “জামদানী”—এই দুটো নতুন সিনেমায় আমি যেসব বিষয় পর্যবেক্ষণ করি সেসব আমার মনের মতো। তাই এ দুই সিনেমায় কাজ করছি। আশা করছি ভালো কিছু হবে।’

ভার্সেটাইল এ অভিনেতা প্রতিনিয়ত তার কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করে রাখেন। ফজলুর রহমান বাবু ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘গহীন বালুচর’, ‘ফাগুন হাওয়ায়’ এবং ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।