Monday, January 17, 2022
Homeখেলাধুলাএকনজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

একনজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে আগামী ২৬ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। পরের ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর। সবগুলো ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। তবে টি২০ ম্যাচগুলোর ক্ষেত্রে সময়ের পার্থক্য রয়েছে।

টি২০ সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রথম টি২০ ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ৬ জানুয়ারি সকাল ৮টায় এবং শেষ টি২০ ম্যাচ ৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে।

১২ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে সিরিজ সমাপ্ত হবে। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments