টেকনাফ টুডে ডেস্ক : দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দুই বছর পর গত বছর ৭ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। এসেই গিয়েছিলেন রংপুরে দাদার বাড়িতে। সেখানে ছিলেন সপ্তাহখানেক। এরপর ঢাকায় ফিরে তিনি অংশ নেন চয়নিকা চৌধুরীর ‘মন কেমনের দিন’ নাটকের শুটিংয়ে।
এতে অভিনয় করার প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘প্রতি বছর দেশে আসলে দু’একটি নাটকে কাজ করা হয়। এবারও তাই হচ্ছে। চয়নিকা বৌদির সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক। তার সঙ্গে সব সময়ই যোগাযোগ হয়। বৌদি জানতো আমি আসবো। তিনি সেভাবেই ডেট নিয়ে রেখেছিলো, এরপর অভিনয় করা। দীর্ঘদিন পর অভিনয় করতে পেরে বেশ ভালোই লেগেছে।’
নাটকে আপনার চরিত্রটি কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘নাটকের গল্প ও চরিত্র নিয়ে আগে বললে তো মজাই শেষ হয়ে যায়। শুধু এইটুকু বলি, এতে আমি একজন বিদেশ ফেরত মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বাকিটা দর্শক নাটক থেকে জেনে নিবেন।’
শুনলাম, একই পরিচালকের আরও একটি নাটকে কাজ করবেন? উত্তরে রিচি বলেন, ‘হ্যাঁ, বৌদির আরও একটি নাটকে কাজ করার কথা রয়েছে। কিছুদিনের মধ্যে এর শুটিং হবে। পাশাপাশি আরও এক-দুইটা নাটকে অভিনয় করতে পারি এবার।’
নাটকের বর্তমান অবস্থা কেমন মনে হচ্ছে? রিচির ভাষ্য, ‘অবস্থা মোটামোটি। বাজেট কম থাকার কারণে অল্প সংখ্যক শিল্পীদের নিয়ে কাজ করতে হয়। আর এ কারণে সারাক্ষণ সবার মধ্যে একটা চাপ থাকে। এই সমস্যা থেকে আমাদের বের হতে হবে।’
সবশেষে রিচি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন।