বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা
আরাফাত সানী/সামী জাবেদ, টেকনাফ :
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ হতে সেন্টমার্টিন যাওয়ার পথে ২২ যাত্রী সহ একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকলে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জুসেল রানা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার সীমান্তের দিকে ভেসে চলে যাচ্ছিল। খবর পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের নাইক্ষংদিয়া নামক স্থান থেকে ২২ যাত্রীসহ এসবি সোমাইয়া নামের ট্রলারটি উদ্ধার করে সেন্টমার্টিনে নিয়ে যান।