উচ্চ আদালতের নির্দেশে : পেকুয়ায় সরকারি প্রাথমিক পরিচালনা কমিটি গঠনে কার্যক্রম স্থগিত ঘোষণা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের নির্দেশে পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে। গত ৯ মার্চ রিট মামলার শুনানীতে মহামান্য বিচারপতি মামুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলোরুজ্জামান এর বৈঞ্চ আগামী ৪ (চার) সপ্তাহের জন্য ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের র্কাযক্রম স্থগিত ঘোষনা করেন। বাদিপক্ষের কৌশলী হাইকোর্টের আইনজীবি এডভোকেট জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পেকুয়া উপজেলা অফিস সুত্রে জানা গেছে গত ৮ ফেব্রয়ারী তারিখে উপজেলা শিক্ষা অফিসার সালামত উল­াহ স্বাক্ষরিত ৫১ নং পত্রের মাধ্যমে পেকুয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেন। তফসিল মোতাবেক গত ১২ই র্মাচ সভাপতি/সহ-সভাপতি নির্বাচনের সবশেষ দিন ছিল। রিট মামলার বাদী পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দিন বাদশা বলেন, উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি খাস জমিনে স্থিতি থাকার পরও প্রধান শিক্ষক মোতাহারা বেগম বিধিবহিরভূত ভাবে দাতা সদস্য মনোনিত করেন।
এই বিষয়ে মনোনিত দাতা সদস্য পদ অবৈধ বিধায় বাতিল করণের জন্য এবং বাতিল না হওয়া পযন্ত উপজেলার শিক্ষা অফিসের দেওয়া স্মারকটিও স্থগিত রাখার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করি।
তিনি বলেন, উলে­খিত অভিযোগ বিধিমতে নিষ্পত্তি না করায় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা করি। সর্বশেষ গত ০৯ মার্চ হাইকোর্টের মহামান্য বিচারপতি মামুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলোরুজ্জামান এর আদালত আগামী ৪ (চার) সপ্তাহের জন্য কমিটি গঠন র্কাযক্রম স্থগিত এবং সংশ্লিষ্ট প্রশাসকে জবাব দেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি প্রসঙ্গে পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার সালামত উল­াহ বলেন, মহামান্য হাইকোটের নির্দেশে আগামী ০৪ (চার) সপ্তাহের জন্য পেকুয়া উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করা হইল এবং বিধিমতে কর্তৃক মহামান্য আদালতকে জবাব প্রদান করা হবে। ##