উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাত্র ৪পিস ইয়াবাসহ রাজাপালংয়ের রুবেল আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাত্র ৪পিস ইয়াবাসহ রাজাপালংয়ের মোঃ রুবেল হোসেনকে আটক করেছে।
সুত্র জানায়, ২৫জুন দুপুর দেড়টারদিকে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকার আমবাগান চেকপোস্টে অভিযান চালিয়ে মাত্র ৪পিস ইয়াবাসহ রাজাপালংয়ের লাম্বাশিয়া এলাকার মৃত জকির হোসেনের পুত্র মোঃ রুবেল হোসেন (৩৮) কে আটক করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক জানান, ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলায় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ##