বার্তা পরিবেশক : উখিয়া-টেকনাফ সম্প্রীতি ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় রংগে ইলাহী ফুটবল একাদশ হ্নীলা একাডেমীকে হারিয়েছে। আগামীকাল বিকালে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ মুখোমুখী হবে ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাং একাদশের বিপক্ষে।
২৭জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে উখিয়া-টেকনাফ সম্প্রীতি ফুটবল টূর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় হ্নীলা একাডেমী ফুটবল একাদশ এবং রংগে ইলাহী ফুটবল একাদশ মুখোমুখী হয়। উভয়দলের খেলোয়াড় চমৎকার খেলা উপহার দিলেও গোলের দেখা পায়নি। আক্রমণ আর পাল্টা আক্রমণে উপভোগ্য খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হলে ৪মিনিটের মাথায় রংগে ইলাহী ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় শেখ আহমদ চমৎকার একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের একমাত্র গোলদাতা শেখ আহমদ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন বাবুল দত্ত,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শাহজালাল, বেলাল উদ্দিন এবং ৪র্থ রেফারী ছিলেন মুফিজুর রহমান কানন।
আগামীকাল হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় নয়াবাজার আব্দুল্লাহ ফুটবল একাদশ এবং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাংয়ের মুখোমুখী হবে। ###