নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফের শীর্ষ মানব পাচারকারী সিন্ডিকেটের অন্যতম গডফাদাররা বেহাল তবিয়েতে এখনো ধরা ছোয়ার বাইরে। সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হারিঙ্গা ঘোনা নামক এলাকার মৃত হোছন আলীর ছেলে আন্ডার ওয়াল্ড মানব পাচারকারীদের অন্যতম হোতা হাফেজ আহম্মদ প্রকাশ ইয়াবা কালুর নেতৃত্বে তার শীর্ষরা দেশের বিভিন্ন অঞ্চলে সিন্ডিকেট তৈরি করে এলাকার নীরহ লোকজনদেরকে রাতারাতি স্বপ্নের মালেশিয়া পৌছে দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উত্তাল সাগর পথে মালেশিয়া পাচারের সময় অসংখ্য অভিবাসীদের সরির সমাধির ঘটনাও ঘটিছে বলেও জানা গেছে। শুধু তাই নয়, সম্প্রতি মালেশিয়া ও থাইল্যান্ড পুলিশ প্রশাসন গোপন সংবাদের থাইল্যান্ড ও মালেশিয়ার গহীন অরণ্যে অভিযান চালিয়ে শত শত অভিবাসীদের গণ কবরের সন্ধান পাওয়ার পাশা পাশি অসংখ্য মানুষের কংঙালও উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিবাসীদের হত্যাকান্ড ও গণকবরের খবরে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও উক্ত হত্যাকান্ড ও মানব পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন এখনো কোন ব্যবস্থা না নেওয়ার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার এক সময়ে নুন আন্তে পান্তা লাগতো সে সাগর পথে মানব পাচার করে রাতারাতি কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন। যিনি এক সময়ে জেলে কাজ করে পরিবারের আখের জোগাত সে আজ পাহাড় সম অবৈধ সম্পদের মালিক। সে দেশের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর সিন্ডিকেট তৈরি করার পাশাপাশি থাইল্যান্ড ও মালেশিয়ার গভীর জঙ্গলে তৈরি করেছিল অস্থায়ী কারাগার। যারা তাদের দাবীকৃত টাকা পরিশোধ করবে তারা উক্ত কারাগার থেকে মুক্ত পাবে। আর যারা টাকা দিতে অনিহা বা অপরাগত প্রকাশ করেছে তাদের শরীর সমাধির মত জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে অসংখ্য অভিযোগ রয়েছে। সচেতন মহল অভিযোগ করে বলেন, কালু মানব পাচার ও ইয়াবা পাচারের কালো টাকার প্রভাব দেখিয়ে এলাকার নীরহ লোকজনকে প্রতিনিয়ত শারীরিক ও মানষিক নির্যাতন চালানোর পাশাপাশি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে জানা গেছে। শুধু তাই নয়, পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে সম্প্রতি তার আপন ভাইকে তার বাহিনী দিয়ে জোর পূর্বক অপহরণ করে তাকে হত্যার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পরে তার কালো টাকার পাহাড় দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে একটি সাজানো মিথ্যা মামলার আসামী বানিয়ে তাকে জেল হাজতে প্রেরন করেছিল। এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মোঃ মাঈন উদ্দিন খান তদন্ত পূর্বক মানব পাচার ও ইয়াবা পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।