উখিয়া-টেকনাফের প্রায় ৩শত গডফাদার ঢাকা-চট্টগ্রামে বসে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রফিক মাহমুদ, উখিয়া :
কক্সবাজারের স্থানীয় প্রসাশনের কড়া নজরদারী ও সরকারের কঠোর অবস্থানের পরও থেমে নেই ইয়াবা বাণিজ্য। গ্রেফতার আতংকে উখিয়া টেকনাফের প্রায় ৩শত ইয়াবা গড়ফাদাররা অবস্থান বদল করেছে মাত্র। তারা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা শহরে বসে ঠিকই চালিয়ে যাচ্ছে ইয়াবা বাণিজ্য।

গত রবিবার কক্সবাজার থানা পুলিশের হাতে উখিয়া উপজেলার শীর্ষ ইয়াবা গড়ফাদার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত হিজলিয়ার মোহাম্মদ হোসেনের পুত্র বাবুল গ্রেফতার হওয়ার পর বিষয়টি আরো পরিষ্কার হলো।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থানা পুলিশের এস,আই শামসুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজারের একটি ভাড়া করা বাসা থেকে ইয়াবা গড়ফাদার বাবুল ও তার অন্যতম সহযোগী ঢাকার মেয়ে ইয়াবা রানী নিপা আক্তারকে গ্রেফতার করে।এ সময় বাবুল পুলিশকে জানায় গ্রেফতার আতংকে সে কক্সবাজারে ভাড়া বাসা নিয়ে থাকত র্দীঘদিন ধরে। তার মত উখিয়া-টেকনাফের অনেকেই ভাড়া বাসা অথবা নিজস্ব ফ্লাটে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা শহরে থেকে প্রায় ৩শ’র অধিক ইয়াবা গড়ফাদার র্নিবিঘেœ ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে বাবুল পুলিশকে জানিয়েছে।

বাবুল গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার অন্যতম সহযোগী তার ভাই দেলোয়ার, হিজলিয়া এলাকার আক্তার ও মোক্তার মিয়া। বাবুল গ্রেফতারের পর এসব সহযোগীরা গা,ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

এদিকে টেকনাফ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শামশুল আলম হত্যা মামলার অন্যতম আসামী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামের মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র আরেক ইয়াবা গড়ফাদার মহিউদ্দিন কক্সবাজার রুমালিয়ার ছড়া পিটি স্কুল এলাকার একটি ৬ তলা বাড়ীতে বসে গোপনে ইয়াবা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
কক্সবাজারের কলাতলী এলাকার নিহত মোস্তাক আহামদ প্রকাশ হাজী মুফিজের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত পাওয়া মহিউদ্দিন পুলিশের গুলাগুলিতে হাজী মুফিজ নিহত হওয়ার পর লাইভ লাইনে চলে আসেন। নিয়ন্ত্রন নেন হাজী মুফিজের পুরো ইয়াবা সা¤্রজ্যের।
হত্যা মামলার আসামী ও ইয়াবা গড়ফাদার হিসেবে পরিচিত পেলেও ক্ষমতাশীন দলের গুটিকয়েক নেতাকে ম্যানেজের মাধ্যমে বারাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সে। ফলে কক্সবাজারে থেকে ইয়াবা বাণিজ্য চালিয়ে নিতে তাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। বর্তমানে টেকনাফ থেকে সাগর পথেই সে বড় বড় ইয়াবার চালানগুলো ঢাকায় পৌছে দিচ্ছে। ঢাকায় ইয়াবা বাণিজ্যের দ্বায়িত্বে রয়েছে অধ্যাপক শমশু হত্যা মামলার ১ নং আসামী একই এলাকার জালাল উদ্দিন। অধ্যাপক হত্যা মামলার আসামীরাই এখন ইয়াবা গড়ফাদার। গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বসেই প্রায় ৩শতের অধিক ইয়াবা গডফাদার সিন্ডিকেট গড়ে চালিয়ে যাচ্ছে ইয়াবা বাণিজ্য।

সূত্র জানিয়েছে ইতিমধ্যে তারা কক্সবাজারে একাধিক জায়গা জমি সহ গাড়ী বাড়ীর মালিক বনে গেছে। এতে হত্যা মামলা তুলে নিতে মামলার বাদী নিহত অধ্যাপকের স্ত্রী দিলসাদ আক্তারকে তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। বিভিন্ন অপিরিচিত মোবাইল নাম্বার থেকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে । এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে নিহতের স্ত্রী জানিয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত বড়–য়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রবিবার উখিয়ার একজনকে ঢাকার এক মহিলাসহ আটক করা হয়েছে। তাছাড়া কক্সবাজারে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে ভাড়াবাসায় অবস্থানকারীদের তথ্য নিতে শুরু করেছে। টেকনাফ ও উখিয়ার কেউ থাকলে তারা কি কাজে এখানে এসেছে তা খতিয়ে দেখা হবে বলে প্রতিবেদককে জানিয়েছেন।