খাঁন মাহমুদ আইউব : উখিয়ায় পৃথক অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবি উপ-অধিনায়ক মেজর তাজমিলুর ইসলাম।
আটক কৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৃত নজু মিয়ার ছেলে আব্দুল মজিদ দানু (৪৭), একই ইউনিয়নের দৈঙ্গাকাটা গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ আমিন (২৯), উখিয়া উপজেলার ইনানী শফির বিল এলাকার মোহাম্মদ আলী (৩৩)।
তিনি জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার সময় মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী যাত্রীবাহি বাস তল্লাশী করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৃত নজু মিয়ার ছেলে মোঃ আব্দুল মজিদ দানু (৪৭)কে আটক করা হয়। এসময় ৩ হাজার ৮৬৫পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই দিন সকাল সাড়ে ১০টায় রেজুখাল যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা সহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈঙ্গাকাটা এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ আমিন (২৯) কে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি এবং ১টি ফোন সেট জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন দুপুরে উখিয়া রেজুখাল যৌথ চেকপোষ্টের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ইনানী শফিরবিল এলাকার মোহাম্মদ আলী এর বাড়ীতে অভিযান চালায়। এসময় বাড়ী তল্লাশী করে বাথরুমে রক্ষিত টিস্যু বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় ২হাজার ২০০ পিস ইয়াবা এবং মোহাম্মদ আলীর (৩৩) কে আটক করা হয়।
বিজিবি উপ-অধিনায়ক আরো জানান, আটককৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে রবিবার ইয়াবা ও জব্দকৃত মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।