উখিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

তানভীর শাহরিয়ার, উখিয়া।।

কক্সবাজারের উখিয়ার পল্লীবিদুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫শ ৪০পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।

গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ ৭০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছেন।

আটককৃত ব্যক্তি হলেন আবদুস শুক্কুর (২৫)। টেকনাফ উপজেলা হোয়াইক্যং লম্বাবিল গ্রামের কালা পুতুর ছেলে। কক্সবাজার -টেকনাফ সড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশীর এক পর্যায়ে উখিয়া বাজারের দিক হতে আসা একজন সন্দেহমূলক ব্যক্তিকে থামাতে বলে। ব্যক্তিটি দৌড়ে পালানো চেষ্টা কালে ইয়াবা সহ আটক করেন।

মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রূজু করা হয়েছে।

অপরদিকে একইদিন রাত এগারো দিকে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে এক হাজার ৯২৫ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লক্ষ ৬২ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি হলেন সৈয়দ আলম (৩৫)। সে উখিয়া উপজেলা পশ্চিম সিকদার বিল গ্রামের মৃত নাজির আহমেদ ছেলে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর আহমেদ সত্যতা স্বীকার করেন।