উখিয়ায় রোহিঙ্গা নেতা হত্যাকান্ডের সাথে জড়িত ২জন আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে গত ২০ জানুয়ারী তাজনিমার খোলায় রোহিঙ্গা নেতা মোঃ ইউছুপকে হত্যার দায়ে র‌্যাব-৭ এর সদস্যরা বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে ২টি লম্বা কিরিচ সহ গ্রেফতার করেছে। কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন জানান, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ইউসুফ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রসহ আসামীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন, বালুখালী সি-৬ ব্লকের মৃত সোনা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৩০) ও থাইংখালী তাজনিমার খোলা সি-২২ ব্লকের মৌলভী আতা উল­াহর ছেলে আতাউর রহিম (১৬)। র‌্যাব কর্মকর্তা আরো জানিয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের এর রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে র‌্যাব ক্যাম্পে রাখা হয়েছে।