উখিয়ায় মিনি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : উখিয়ায় বালুবাহী মিনি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সঞ্জুর মোর্শেদ।

তিনি জানান, বালু ভর্তি টেকনাফমুখী মিনি ট্রাকের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন সনাতন শর্মা বলে জানা যায়। নিহত অন্য ৩ জনের মধ্যে রয়েছেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান ও রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে।
জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, ” দূর্ঘটনায় পতিত সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ