উখিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া:
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিবার পরিকল্পনা মাতৃ মৃত্যুর ঝুকিঁ হ্নাস করে। একই ভাবে নারীর প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষা দেয়। পরিবার পরিকল্পনা নিজের পছন্দ অনুযায়ী পরিবারের আকার ধারন করতে পারে। যার ফলে পরিবারে দারিদ্রতা দূরীকরনে সহায়ক ভুমিকা রাখতে সক্ষম হয়।

বুধবার বেলা ১১ টার সময় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, সমাজের প্রজননের হার জ্যামিতিক হারে বাড়ছে। এ থেকে পরিত্রান পেতে হলে পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বরত মাঠকর্মীদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। তা না হলে যে হারে মানুষ বাড়ছে তাতে আগামী প্রজন্মদের কঠিন সমস্যার সম্মূখীন হতে হবে।

সভায় বক্তব্য রাখেন, ইউএনএফপিএর সার্জন ডাঃ মজিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মেহরাজ হোসাইন চয়ন, এনজিও সংস্থা আর টিএমএর প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান।

সভা শেষে পরিবার পরিকল্পনার কার্যক্রমে দক্ষতার জন্য বেশ কয়েকজন মাঠ পর্যায়ের কর্মীকে পুরস্কৃত করা হয়।

তার মধ্যে রাজাপালং ইউনিয়নে শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইসহাক এর হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও পরিবার পরিকল্পনার উপ-সহকারী অনিল কুমার বড়ুয়া , জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঠ কর্মী আফরোজা খানম মিনুকে পুরস্কৃত করা হয়।

এর আগে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করেন। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ হারুন।