শ.ম.গফুর, উখিয়া :
উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ে প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীকে অপহরণ পূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় স্কুল ছাত্রী পড়ালেখার সময় নিজ বাড়ি সমিতির ঘোনা নামক এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী বখাটে যুবক খাইরুল আমিনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র দল কর্তৃক অপহৃত হয়। অপহৃতা জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি ছাত্রী মিনুয়ারা আক্তার মিনু (১৪) কে উদ্ধারে পিতা আবদুল সালাম উখিয়া থানার সহযোগীতা চেয়ে ব্যর্থ হয়। এ ঘটনা উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুনকে জানালে তার নেতৃত্বে তৎক্ষনাত জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সম্পাদককে মোবাইল মারফত জানিয়ে ৫০/৬০ জনের ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে মিথুনের প্রচেষ্টায় অপহরণের ২ ঘন্টা পর স্কুল ছাত্রীকে গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণকারীরা স্কুল ছাত্রীকে টানাহেঁচড়া করে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত নির্যাতন চালায়। মুমর্ষ অবস্থায় উদ্ধার পূর্বক উখিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অপহৃত স্কুল ছাত্রীর পিতা আবদুস সালাম জানান, তাহার অসুস্থ শ্বাশুড়িকে দেখতে পাশ্ববর্তী স্কুল ছাত্রীর মাতা সহ দেখতে যায়। বাড়িতে একা থাকার সুযোগে ইয়াবা ব্যবসায়ী বখাটে খাইরুল আমিনের নেতৃত্বে ১০/১২ জনের সহযোগী স্কুল ছাত্রী মিনুয়ারাকে অপহরণ করে। এ ব্যাপারে উখিয়া থানায় প্রধান অপহরণকারী ইয়াবা ব্যবসায়ী বখাটে খাইরুল আমিন সহ ১০/১২ জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এখনো অভিযোগ পায়নি। পেলে তদন্ত পূর্বক দোষীদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।