টেকনাফ টুডে ডেস্ক : ২৭ জুন বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীতে খালের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শিশুদ্ধয়কে ধামনখালী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লাল মিয়ার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৮) এবং একই এলাকার ছৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফাহিম (৭)।
বিষয়টি নিশ্চিত করেন পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন জানান,দিনের কোন এক সময় শিশু দু’টি খেলতে বের হয়ে পানিতে পড়ে যায়।মৃতদেহ ভাসছে এমন খবর পেয়ে উদ্ধার করা হয়।শিশু দু’টির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
