উখিয়ায় ইয়াবাসহ রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকের সভাপতি আটক!

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

তানভীর শাহরিয়ার, উখিয়া।

উখিয়া থানা পুলিশ ইয়াবা ও মাদক বিরোধী অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৩২) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে। সে উখিয়া উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকের নবনির্বাচিত সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের ছৈয়দুর রহমানের ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ব্রাক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, জয়নাল আবেদীন ইতিপূর্বেও ৪হাজার ইয়াবাসহ কক্সবাজার সদর থানা পুলিশের হাতে আটক হয়েছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সড়কের রাজাপালং ব্রাক অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক হয়। এসময় তার দেহ থেকে ১০২পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য চলতি মাসের ৫ তারিখ অনুষ্ঠিত উখিয়া রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক সংগঠনের নির্বাচনে সে সভাপতি নির্বাচিত হন। তাকে আটকের পর থেকে সহযোগিরা গা’ঢাকা দিয়েছে বলে স্থানীয় লোকজন জানান।