উখিয়ায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ : উখিয়ায় ৪টি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরীব ও অসহায় পরিবারের মাঝে চাল ডাল তেল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলতায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমদ।
এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও উপকার ভোগি সদস্য গন উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের সহায়তায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আশ্রয়কেন্দ্রে বসবাসরত দুস্থ ১৬০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান হলদিয়া পালং এর খেওয়া ছড়ি, জালিয়া পালং এর চরপাড়া, ও উখিয়ার টিএনটি আদর্শ গ্রামের বসবাসরত পরিবারগুলোর মাঝে চাল ডাল তেল পেঁয়াজ রসুন লবণ চিনি ময়দা মরিচ সহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রামের ছিন্নমূল পরিবার গুলোকে অনুরূপ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।