কায়সার হামিদ মানিক,উখিয়া:উখিয়ার তেলীপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটি পুরুষ না নারী তা সনাক্ত করা যায়নি। মৃত দেহটি বস্তাবন্ধি থাকায় তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় উখিয়া থানা পুলিশ উপজেলার তেলীপাড়া খাল থেকে একটি বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশটি পুরুষ না নারী পুলিশ নিশ্চিত করতে পারেনি।