বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে আওয়ামীলীগের ত্রাণ কমিটির সভাপতি করার খবর পাওয়া গেছে। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে।
জানা গেছে, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ কমিটির সভাপতি করা হয়েছে আব্দুল সালাম মধু নামের এক ব্যক্তিকে যে কিনা ইয়াবা সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করে ও পরে উক্ত মামলায় সাজাপ্রাপ্ত হন।
শুধু তাই নয় সংগঠন বিরোধী এইসব কর্মকান্ডের কারনে তাকে গত ফেব্রুয়ারী মাসে ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভায় তাকে সংগঠন থেকেও বহিস্কার করা হয়েছিল।
তারপরও অদৃশ্য ক্ষমতার জোরে মাদক সংশ্লিষ্ট ব্যক্তি কিভাবে আওয়ামীলীগের ত্রাণ কমিটির সভাপতি হন তা নিয়ে এলাকায় রীতিমতো সরব আলোচনা চলছে।
স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী বলছেন এধরনের সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি একধরনের চ্যালেঞ্জ।
খোঁজ নিয়ে জানা গেছে ২০১৬ সালের ১৫ ই নভেম্বর কুমিল্লার চান্দিনা এলাকায় ইয়াবাসহ গ্রেফতার হন জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম মধু। পরবর্তী উক্ত মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হন। মামলা নং ১৮/৩৩১। পরে ্ু আপিল করে তিনি জামিনে বেরিয়ে আসেন।
এব্যাপারে অভিযুক্ত আব্দুস সালামের মুঠোফোনে বারবার কল দেয়া হলেও সংযোগ না দেয়াই বক্তব্য জানা যায়নি।
অপরদিকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলছেন বহিস্কৃত আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম কিভাবে ত্রাণ কমিটির সভাপতি হয়েছে তা তাদের জানা নেই।
এব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।