নিজস্ব প্রতিবেদক : উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের রুমখা হাজিরপাড়া সড়কে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ফলে শত শত গ্রামবাসীর চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় গ্রামবাসীরা ফুঁসে উঠছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুমখা হাজীপাড়া সড়কটি জনগুরুত্বপূর্ণ। নতুন পাড়া, হাজীপাড়া ও চৌধুরী পাড়ার সহস্রাধিক এলাকাবাসী এ সড়ক দিয়ে যাতায়াত করে।
কোট বাজার স্টেশনসহ মরিচা বাজার যাওয়ার একমাত্র এ গ্রাম্য সড়ক টি হচ্ছে মাধ্যম । শুধু তাই নয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।
গুরুতর অভিযোগ উঠেছে রুমখা হাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন সামান্য পশ্চিম পাশে উক্ত সড়কের মধ্যে খানে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে।
হাজী পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক (৫৫) ও মোঃ আরিফ(৩৫) জানান জনগুরুত্বপূর্ণ গ্রাম্য সড়কের মধ্যখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কারণে শতশত গ্রামবাসী যাতায়াত করতে পারছে না। এমনকি গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন চাঁদা না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত ব্যক্তিরা অবৈধ ভাবে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ সিরাজ (৪০) ও শফি (৪৫) জানান, সরকারি খাস জায়গায় রাস্তা টি তৈরি করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় এভাবে ভান্ডারী ওয়াল নির্মাণ খুবই দুঃখজনক।
অনেক গ্রামবাসী জানান, পরিকল্পিত ভাবে স্থানীয় কতিপয় ব্যক্তিরা এমন কাজটি করেছে। কেউ প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধমকি প্রদান করে। বলতে গেলে পুরো গ্রামবাসী বন্দিদশায় অবতীর্ণ হয়েছে।এমনকি জনগণের চলাচল ও পরিবহন যাতায়াত বন্ধ। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসীরা জেলা প্রশসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
