ফাইল ছবি
শহিদুল ইসলাম, উখিয়া :
ককসবাজারের উখিয়া রেঞের আওতাধীন কোটবাজার ঝাউতলা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা চারটি করাত কলে টাস্কর্ফোসের অভিযান পরিচালিত হয় ।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী অভিযান চলে । উক্ত অভিযানে করাত কলের যন্ত্রাংশ উদ্ধার সহ বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয় ।
অভিযানের খবর পেয়ে করাত কলের মালিকরা পালিয়ে যায় ।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন । এসময় ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম ।
