মুহাম্ম্দ হানিফ আজাদ, উখিয়া :
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া বাইতুর রহমান জামে মসজিদ, হেফজখানা ও ফুরকানিয়া মাদ্রাসার মালিকানাধিন ৩৪ টি দোকান উচ্ছেদকে কেন্দ্র করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা গিয়েছে।
জানা গেছে, কুতুপালং লম্বাশিয়া গ্রামে স্থানিয়রা ২০০৫ সালে লম্বাশিয়া চারমোয়া এলাকায় এই মসজিদটি স্থাপন করে। ২০১৭ সালে মসজিদের কমিটি এ দোকান গুলো নির্মান করে ভাড়া দেয়। কুতুপালং ক্যাম্প -১ এর ইসচার্জ ঐ দোকান গুলো আজ রবিবার উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছে। এর পরিপেক্ষিতে এলাকায় মুসল্লিদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অতচ লম্বাশিয়া চারমোয়া এলাকায় হাজারেরও অধিক দোকান থাকলেও তা ক্যাম্প প্রশাসনের নজরে পড়ছেনা। ঐ সব দোকানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ক্যাম্প ইনচার্জ মসজিদের দোকানগুলোর উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে।
গ্রাম বাসি সূত্রে জানা গেছে আজ রবিবার ঐ দোকান গুলো উচ্ছেদ করতে গেলে গ্রামবাসি ও মুসল্লিরা বাধা প্রদান করবে। এতে সংঘর্ষ হলে ক্যাম্প ইনচার্জ দ্বায়ী থাকবে।
মসজিদ পরিচালনা কমিটি সভাপতি আবুল কালাম জানান, ঐসব দোকানের ভাড়া নিয়ে মসজিদ, হেফখানা ও ফোরকানিয়া মাদরাসা পরিচালনা করা হয়। এই দোকানগুলো ভেঙে দিলে স্থানিয় মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হবে বলে তিনি জানান।
এই ব্যাপারে ক্যাম্প-১ এর ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
