উখিয়ায় র‌্যাবের হাতে ই*য়া*বা বোঝাই সিএনজিসহ হোয়াইক্যংয়ের এক চালক আটক

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : উখিয়ায় কক্সবাজার র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবা বোঝাই সিএনজিসহ হোয়াইক্যং ইউনিয়নের মাদক কারবারী এক চালককে গ্রেফতার করেছে।

গত ৭মে সন্ধ্যা পৌনে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিএসসি) আভিযানিক দল সিএনজিযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার দক্ষিণ ষ্টেশন ঝাউতলা তুতুরবিল রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করত তল্লাশী অভিযান শুরু করে। এক পর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কৌশলে চলে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার মৃত ইসহাকের পুত্র মোঃ মফিদুল আলম (৪০) কে সিএনজিসহ (রেজিঃ নং কক্সবাজার-থ-১১-৮৪১০) আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে গাড়ির চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় শপিং ব্যাগ হতে ৩হাজার ৯শ ৪০পিস ইয়াবা উদ্ধার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ধৃত ব্যক্তি ও জব্দকৃত সিএনজির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###