ঈদে বৈশাখী টেলিভিশনে ২২ নাটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২২টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন।

ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। অংশ নেবেন খুরশিদ আলম, ফেরদৌস আরা, দেবলিনা সুর, বিন্দু কনা, পুতুল, সাব্বির ও লুইপা। ঈদের ৭ দিন সকাল ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা, লিজা, ফকির শাহাবুদ্দীন ও শাহনাজ বেলী, রাজীব ও আতিয়া আনিসা, শফি মণ্ডল ও জুঁই, আগুন ও অনুপমা মুক্তি এবং অংকন ও খায়রুল ওয়াসী। চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১. ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো : ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। ঈদের ৭ দিন দুপুর ২.৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। নাটকগুলোর মধ্যে ৮টি একক, এবং ৭ পর্বের ৬টি ধারাবাহিক এবং ৮টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে।
এবার ঈদের ৪টি নাটকের গল্প লিখেছেন জনপ্রিয় গল্পকার, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা অভিনীত ‘দুই জামাই’ ও আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ এবং একই পরিচালকের পরিচালনায় একক নাটক ‘কন্ট্যাক্ট ম্যারিজ’। দুটি নাটকেরই শ্যুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রবাসীরা ছাড়াও অস্ট্রেলিয়ান শিল্পীরাও অভিনয় করেছেন এ নাটক দুটিতে।

৮টি একক নাটকের মধ্যে সজল, ভাবনা অভিনীত ‘আঁচল’, অপূর্ব, তাসনিয়া ফারিন অভিনীত ‘ত্রিকোণমিতি’, টিপু আলম মিলনের গল্প ও আল হাজেনের পরিচালনায় ‘কন্ট্যাক্ট ম্যারিজ’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ প্রমুখ। ‘কিলার’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম প্রমুখ। জোভান, সামিরা মাহি অভিনীত নাটক ‘বাই মিসটেক, ‘হদয় রক্ত ক্ষরণ’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, হিমি। ‘জামাই বউ ৪২০’-এ অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

ঈদের ৬টি ৭ পর্বের ধারাবাহিক হলো হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় ‘সিঁড়ি’। অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন, নিঝুম রুবিনা, হাসান জাহাঙ্গীর, মারুফ আকিব প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে, আল হাজেনের পরিচালনায় ‘জামাই বাজার-৩’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি, মাহা, শফিক খান দিলু, শেলী আহসান প্রমুখ। মুহিন খানের রচনা ও পরিচালনায় ‘ডেমকেয়ার’। অভিনয় করেছেন আরফান আহমেদ, মিহি আহসান,অলিউল হক রুমী, রাশেদ মামুন অপু, জয়রাজ, রোজী সিদ্দিকী, বড়দা মিঠু প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে, জাকির হোসেন উজ্জ্বলের চিত্রনাট্যে, হানিফ খানের পরিচালনায় ৭ পর্বের অপর ধারাবাহিক ‘দুই জামাই’। এ নাটকে অভিনয় করেছেন- জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে অপর নাটক ‘হাবুর স্কলারশিপ’। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, মাহা প্রমুখ। রাশিদুর রহমানের রচনায়, আনিসুর রহমান রাজীবের পরিচালনায় ‘ভ- প্রেমিক’। অভিনয় করেছেন পাভেল, শাকিলা পারভিন, শহীদুল্লাহ সবুজ, জীবন রায় প্রমুখ।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৮টি মেগা নাটক। নাটকগুলো হলো- হানিফ খানের পরিচালনায় জাহিদ হাসান, নাবিলা ইসলাম, সাজু খাদেম, আরফান আহমেদ অভিনীত ‘বুড়া জামাই’, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘কিড সোরায়মান’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ, মিলন ভট্ট, মুনিরা মিঠু প্রমুখ। ফরিদুল হাসানের পরিচালনায় ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি প্রমুখ। ফজলুর রহমান ও চন্দন চৌধুরী পরিচালিত ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নিসা, শাহনাজ খুশি, ঝুনা চৌধুরী প্রমুখ। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায়, তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম, শামীম ভিস্তি অভিনীত নাটক ‘রূপকথা’। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘বডিগার্ড’। অভিনয় করেছেন- অমিত হাসান, ডন, আঁচল, হাসান জাহাঙ্গীর প্রমুখ। মীর সাব্বির, নাদিয়া, হান্নান শেলী, ফারজানা রিক্তা, আবদুল্লাহ রানা অভিনীত, ফজলুল হকের পরিচালনায় নাটক ‘ সৌদি জামাই বিদায় রজনী’। আহমেদ রোহান রুবেলের পরিচালনায় ঈদের সর্বশেষ মেগানাটক ‘বাগান বাড়ি’। অভিনয় করেছেন- জাহিদ হাসান, নাদিয়া নদী, সঞ্চিতা দত্ত, জাহিদ হোসেন শোভন, আরফান আহমেদ প্রমুখ।