ঈদের চাঁদ

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

এম এরশাদুর রহমান :


ঈদের দিনে ভালো খাবার
গরীবদের কে দিও।
সব সময় তাদের
খবরা খবর নিও।

তোমার দেওয়া ১০০টাকায়
গরীবের ঈদ হোক।
তাদের মনেও বিরাজ করুক
সুখ শান্তি সুখ।

ঈদের দিনের আনন্দ
পৌছল কুঁড়ে ঘরে।
আনন্দকে ভাগ কর
ধনী গরীব সবার তরে।

কি যে আনন্দ
ঈদের দিন চাঁদ ।
মনে হয় ভালোবাসার
শুভ প্রভাত।

পশ্চিম আকাশে দেখ
উঠেছে ঈদের চাঁদ।
ভেঙে যাচ্ছে মনে প্রানে
আনন্দেরই বাঁধ।

রজনীর নিশিতে
ঠিক ঠিক দুপুরে।
ঘুম ভেঙে যায়
হুরদের নুপুরে।

আল্লাহর রহমতের দিকে
চেয়ে চেয়ে থাকি।
দয়া করেন বলেই
তাকে সদা ডাকি।

বান্দার প্রতি আল্লাহ
রহমতের দিলে দৃষ্টি।
আসমান থেকে বান্দার জন্য
ব্যবস্থা করেন বৃষ্টি।

খাঁটি বান্দা হতে চাইলে
ঈদ গাহে গরীবদের কে নাও।
ওরা যেন ঈদ করতে পারে
সদকাতুল ফিতরা দাও।
১০
আল্লাহর কাছে যেতে চাইতে
রোজা গুলো সব রাখ।
আল কুরআন পড়ে পড়ে
জান্নাত এর স্বপ্ন আঁক।