প্রেস বিজ্ঞপ্তি :
দেশ ও নিজেদের প্রয়োজনে প্রকৃতি রক্ষার প্রত্যয় নিয়ে ঈদগাঁওতে পথচলা শুরু করেছে ‘বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’র। শুক্রবার বিকেলে কক্সবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনা বন রেঞ্জ অফিস কার্যালয়ে সংগঠনটির অভিষেক সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বাঙ্গালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার মো. ইব্রাহীমের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরঘোনা রেন্জ কর্মকর্তা মো. মামুন মিয়া।
প্রধান অতিথি বলেন, সকল ভাল কাজের বিপ্লব যুবকদের দ্বারাই হয়েছে। প্রকৃতি আমাদের অক্সিজেনের আধার। বৃহত্তর ঈদগাঁওর প্রকৃতি ও পরিবেশ রক্ষায় একদল উদ্যোমী যুবকের একতাবদ্ধতায় আশান্বিত হচ্ছি আমরা। কারণ বন ভূমির পরিমাণের বিপরীতে বনকর্মীর সংখ্যা অপ্রতুল। একীভূত হওয়া তরুণদের কর্মকান্ড প্রকৃতি রক্ষায় সবার মাঝে সচেতনতা তৈরি করবে, এমনটি বিশ্বাস আমাদের। আমরা তাদের সমস্ত ভাল কাজের সহযোগিতা দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর বিট কর্মকর্তা জাকের আহমেদ।
এতে পরিষদ সদস্য এড আবু জাবির, শাহাদাত মেম্বার, মাহমুদ আল মক্কী, সেলিম মাহমুদ, ছিদ্দিক আহমেদ, মাহবুব, শওকত আলম, আমিন, নূরছফা , সাইফুল মেম্বারসহ শতাধিক জনতা উপস্থিত ছিলেন। ###