ইয়াবা ও হুন্ডি কারবারিদের দ্বিতীয় দফা আত্মসমর্পণ সোমবার, প্রস্তুতি সম্পন্ন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সামী জাবেদ :
ইয়াবা ও হুন্ডি কারবারীদের দ্বিতীয় দফা আত্মসমর্পণ ৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় টেকনাফ সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইমস) মো: জাকির হোসেন খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি সাংবদিক তোফাইল আহমদ, সাধারন সম্পাদক সোহেল আহমদ বাহাদুর এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সভাপতিত্ব করবেন। টেকনাফ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করতে শুনা গেছে।
২য় বারের মত ইয়াবাকারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান টেকনাফ সরকারি কলেজ মাঠে প্যান্ডেল ও মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। টেকনাফ মডেল থানা পুলিশের পক্ষ থেকে এই সার্বিক কাজে তদারকি করেছে। আমন্ত্রিত অতিথি সহ ৫শ’ মানুষ অনায়সে সেখানে বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ২য় বারের মত ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ীদের আত্নসমর্পণ অনুষ্টান ৩ ফেব্রুয়ারি সোমবার টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্টিত হবে।

গত বছর ১৬ ফেব্রুয়ারি ১০২জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন। এটা দ্বিতীয় দফায় আত্মসমর্পণ।

  • আত্মসমর্পণ