ইয়াবা সংক্রান্ত সংবাদে আব্দুল গাফফাকে জড়ানোয় হ্নীলা ইউনিয়ন লবণ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ ও নিন্দা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

: গতকাল দৈনিক আজকের দেশবিদেশ ও টেকনাফ টুডে ডটকম এ প্রকাশিত “লেদার আবু তাহেরের নেতৃত্বে নব্য ইয়াবা সিন্ডিকেট” শীর্ষক সংবাদে লবণ ব্যবসায়ী লেদার আব্দুল গফফারকে জড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হ্নীলা ইউনিয়ণ লবণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাবের খান ও সাধারন সম্পাদক মোঃ হোসাইন তানিম জানান, অত্র সমিতির অর্থ সম্পাদক লেদার মৌলভী আমীর হোসাইনের পুত্র আব্দুল গফফার একজন প্রকৃতই লবণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে লবণ ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি কোনপ্রকার ইয়াবা ব্যবসার সাথে জড়িত নন।
এলাকার লবণ চাষের জমি বর্গা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষ হয়রানীর উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নিয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত সংবাদ পরিবেশন করেছেন বলে তারা দাবী করেন।
কাজেই উক্ত সংবাদে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

প্রতিবাদকারী
মোঃ সাবের খান ও মোঃ হোসাইন তানিম
সভাপতি/সাঃ সম্পাদক
হ্নীলা ইউনিয়ন লবণ ব্যবসায়ী সমিতি