ইয়াবা ডন সাইফুলের সহযোগি কুতুবদিয়ার হারুন মেম্বার পুলিশের হাতে আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

খাঁন মাহমুদ আইউব, বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ার ইউপি মেম্বার হারুন ঢাকায় পুলিশের হাতে আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। সে কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তির বাজার এলাকার বারেক উল্লাহর ছেলে এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য।

২২ ডিসেম্বর (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে গ্রেফতার করে কুতুবদিয়া থানার একদল পুলিশ।

পুলিশের দাবী হারুন মেম্বার নিহত ইয়াবা ডন সাইফুল করিমের অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামী।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে গ্রেফতার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়। পরে সোমবার ভোররাতে তাকে নিয়ে কুতুবদিয়াস্থ তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধৃত হারুন বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ডন সাইফুল করিমের অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামী। সে টেকনাফ থেকে সাইফুল করিমের ইয়াবার চালান কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেত। সে সুবাদে হারুন টেম্পু গাড়ির হেলপার থেকে আজ বিপুল সম্পদের মালিক বনে গেছে।