টেকনাফ টুডে ডেস্ক : খেয়ে বিমানযোগে ঢাকায় পাচারের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৯শ ৯০পিস ইয়াবাসহ হ্নীলার পরিচয়ধারী দুই মাদক বহনকারীকে আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন পুলিশ।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন জানান, কক্সবাজার থেকে নভোএয়ারের (ভিকিউ ৯৩২) একটি ফ্লাইট থেকে মো. সফিকুল আলম (৪২) ও মো. শাহজাহান মিয়া (২১) নেমে পাবলিক টয়লেটে যাওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের পেটে ইয়াবা থাকার সত্যতা নিশ্চিত করেন। এরপর প্রায় ১২ ঘণ্টা পরে তাদের পেট থেকে ১৬০ পুটলা ইয়াবা বের করে গণনা করে ৭ হাজার ৯শ ৯০পিস ইয়াবা জব্দ করা হয়। ধৃতদের বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নে বলে জানানো হলেও কোন গ্রামের তা নিশ্চিত করা যায়নি।
তারা জানান, ফায়সাল নামে এক মাদক কারবারীর চালান প্রতি ১৫ হাজার টাকার বিনিময়ে গন্তব্যে পৌঁছে দিতেন। এসময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যাওয়া ফায়সালকে পলাতক আসামী করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে।