বিশেষ প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত কর্মসুচী হিসেবে মাসব্যাপী গ্রাহক সেবা মাস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লেদা বাজার এজেন্ট আউটলেট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকনাফ শাখা আওতাধীন লেদা বাজার এজেন্ট আউটলেট মওলানা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ব্যাংক হলরোমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এফএভিপি ও টেকনাফ শাখার শাখা ব্যবস্থাপক আলতার হোসেন এর সভাপতিত্বে হেড অফিস কর্তৃক ঘোষিত “গ্রাহক সেবা মাস” এর কর্মসূচি হিসেবে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহম্মদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেদা ইবনে আব্বাস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা শাকের আহমদ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর নূর হোসাইন সিদ্দিকি। আরো উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ বিএনপি সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আফসার কামাল।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার অফিসার জামসেদ হোসেন। আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার অফিসার জনাব মুর্শেদ, ফরিদুল আলম, কামরুল, জামশেদ ও লেদা বাজার আউটলেট এর স্বত্তাধিকারী আরিফুল ইসলাম প্রমূখ।