ইলিশ সংরক্ষণের দুই পদ্ধতি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইলিশের ভরা মৌসুম চলছে। ধরা পড়ছে প্রচুর ইলিশ। বাজারগুলো ইলিশ মাছে টুইটুম্বর। তাই সম্ভব হলে একবারে বেশি করে ইলিশ মাছ কিনে সংরক্ষণ করে রাখতে পারেন। পরে পুরো বছর ধরে খেতে পারবেন। ভাবছেন কীভাবে ইলিশ সংরক্ষণ করবেন? এ নিয়ে ভাববার কিছু নেই।

চলুন জেনে নেয়া যাক, স্বাদ ঠিক রেখে ইলিশ সংরক্ষণের দুটি পদ্ধতি সম্পর্কে-

আস্ত ইলিশ মাছ সংরক্ষণ : আগে টিস্যু দিয়ে ইলিশ মাছটি ভালো করে মুছে নিন। এক্ষেত্রে মাছটি ধুয়ে নেয়ার কোনো প্রয়োজন নেই। বড় সাইজের পলিথিন ব্যাগে আস্ত ইলিশ মাছ ঢুকিয়ে পেঁচিয়ে নিন। এ সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ব্যাগের ভেতরে বাতাস না থাকে। এরপর পলিথিন মোড়ানো ইলিশ মাছটি ডিপ ফ্রিজে রেখে দিন। এইভাবে সংরক্ষণ গোটা বছর স্বাদ অটুট থাকবে। একই উপায়ে মাছটি সংরক্ষণের আগে ফুলকোর মধ্যে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। এতে করে গন্ধ ও স্বাদ অটুট থাকবে অনেকদিন পর্যন্ত।

ইলিশ মাছ কেটে সংরক্ষণ : ইলিশ মাছ কেটে টুকরা টুকরা করে নিন। একটি মাছের জন্য ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিন। এবার মসলামাখা মাছের টুকরা একটি মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে নিশ্চিন্তে কয়েক মাস রেখে খেতে পারবেন।