ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে টেকনাফে ভুঁইফোড় সাংবাদিক আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে ইয়াছিন আরফাত নামে কথিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটক ইয়াছিন উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার হাজী ইউনুছ ড্রাইভারের ছেলে।

সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা।

তিনি জানান, আটক ইয়াসিন আরফাত মাদক মামলার এজাহার নামীয় আসামী। সেই সুত্র ধরে রাতে ইয়াছিন আরাফাত ও মামুন নামের দুই জনকে আটক করা হয়েছে। যাচাই বাচাই করে মামুনকে সকালে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে খোঁজ দিয়ে জানা গেছে, ইয়াছিন আরাফাত টেকনাফ সাংবাদিক ইউনিটির একজন সদস্য ও উপজেলার রঙ্গীখালী এলাকার শীর্ষ ডাকাত দলের আন্ডার কাভার এজেন্ট হিসাবে কাজ করতো। অভিযোগ রয়েছে রঙ্গীখালীর ডাকাত গ্যাংএর মাদকের টাকা লেনদেনের দায়িত্ব ছিলো তার হাতে। তার গোটা পরিবার ইয়াবা কারবারের সাথে জড়িত। কিছুদিন আগে কক্সবাজার লিংক রোড এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা ও সিএনজি সহ তার সমন্ধি একই এলাকার ভোলায়ার পুত্র কাউছার (৩০) র‍্যাবের হাতে আটক হয়ে বর্তমান কারাগারে রয়েছে। এছাড়া চট্টগ্রাম বার্মাকলোনীতে ইয়াবা কারবারের অভিযোগে তার এক চাচার বিরুদ্ধে বাকোলিয়া থানায় মাদক মামলা রয়েছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে,ইয়াবা ব্যবসা নির্ভিগ্ন করতে ঢাল হিসেবে নিজকে বিভিন্ন মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে একটি চক্র ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সু-নির্দিষ্ট প্রমানের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, আটক ইয়াছিন ছাড়াও টেকনাফ সাংবাদিক ইউনিটির আরো বেশ কয়েক সদস্য ইতিপূর্বে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছিল বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।