ডেস্ক নিউজ :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইবোলা সংকটকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট’ ঘোষণা দিয়েছে।
বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস একে ‘আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য সংকট’ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ‘এ বিষয়ে বিশ্ববাসীর নজর দেয়ার সময় হয়েছে।’
বিবিসি জানায়, এ ঘোষণার ফলে সম্পদশালী দাতা দেশগুলো আরও অর্থ সহায়তা দেয়ার বিষয়ে সচেতন হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহে প্রায় ১০ লাখ বাসিন্দার শহর ডিআর কঙ্গোর গোমায় প্রথমবার একজনের শরীরে ইবোলার ভাইরাস শনাক্ত হয়।
এরই মধ্যে দেশটির আড়াই হাজারেরও বেশি লোক ইবোলায় আক্রান্ত। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জনেরও বেশি লোক মারা গেছে।