টেকনাফ টুডে ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে আটককৃতরা হলেন- আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)।
আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়।
এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা ইন্দোনেশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন।
ইন্দোনেশিয়াতে সাধারণত অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। বাংলাদেশি পাসপোর্ট বহন করে এ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল তারা।