ইজতেমা ময়দানে ৩ মুসুল্লির মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরো দুই মুসুল্লিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় ইজতেমা মাঠে ২ মুসল্লী মারা যান।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে আবদুস সাত্তার (৬০) এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, বিকাল ৪টার দিকে আবদুস সাত্তারকে এবং সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে ইজতেমা ময়দান থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬) মারা যান।

উল্লেখ্য, শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হচ্ছে। এ পর্বে যোগ দিচ্ছেন দেশের ১৭ জেলার মুসুল্লিরা।