বিশেষ প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর এই সুস্থতার জন্য মহান আল্লাহ, বিশেষজ্ঞ চিকিৎসক ও সুস্থতা কামনাকারী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশনা করা হয়েছে।
১১ সেপ্টেম্বর সকালে ঢাকা বসুন্ধরা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জননেতা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী সুস্থভাবে পরিবারের সদস্যদের সাথে কথা-বার্তা বলছেন এবং আস্তে আস্তে হাঁটা-চলা করছেন। এসময়ও তিনি এলাকার মানুষের খোঁজ-খবর রাখছেন। তিনি গুরুতর অবস্থা থেকে সুস্থতার পথে আসায় পরিবারের পক্ষ থেকে শুভাকাংখী-শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসার জন্য তিনি সকলের দোয়া করেছেন উক্ত পরিবারের কনিষ্ট সদস্য তারেক মাহমুদ রণী।