Thursday, January 20, 2022
Homeজাতীয়'আ'লীগের সম্মেলনে যোগ দেবে বিএনপি'

‘আ’লীগের সম্মেলনে যোগ দেবে বিএনপি’

টেকনাফ টুডে ডেস্ক |
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবে বিএনপি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, বিএনপির সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আসেনি। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই দলটি আওয়ামী লীগের সম্মেলনে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আলাল বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের দাওয়াত দেয়ায় আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমাদের সম্মেলনে তারা আসেনি। সৌজন্যবোধ দেখিয়ে দুঃখ প্রকাশও করেনি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ পাওয়ার পর মির্জা ফখরুল বলেছেন, দলীয় ফোরামে আলোচনা করে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments