আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে রয়েল স্টার ফুটবল একাদশ এবং টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমীর পয়েন্ট ভাগাভাগি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং রয়েল স্টার ফুটবল একাদশ এবং টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমীর মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়েছে। ফলে উভয়দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
2 6 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২২জানুয়রী (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলায় রয়েল স্টার ফুটবল একাদশ এবং টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষ দলের প্রতিরোধের মুখে গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলায় উত্তেজনায় এগিয়ে চললেও সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
1 6 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। আবারো উভয় দলের খেলোয়াড়েরা গোল করতে মরিয়া হয়ে উঠলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের বাঁধায় কোন খেলোয়াড়ই গোল আদায় করতে পারেনি। এভাবে চলতে থাকা খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে প্রথম পর্বের আজকের খেলায় দু’দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রয়েল স্টার ফুটবল একাদশের মলই।

খেলায় প্রধান রেফারী ছিলেন শফিউল আলম, সহকারী রেফারী ছিলেন শামসুল আলম আমিন ও মোজাম্মেল এবং ৪র্থ রেফারী ছিলেন মোহাম্মদ ইসমাঈল। আগামীকাল ২৩ জানুয়ারী ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাং এবং টেকনাফ ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হবে। ###