টেকনাফ টুডে ডেস্ক : আলীকদমে বিনামূল্যে চক্ষু, ডায়বেটিস রোগের চিকিৎসা দিতে চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী,লায়ন্স ক্লাব এর একটি প্রতিনিধি দল এলাকায় সমিক্ষা সফর করেছে। চট্টগ্রাম লায়ন্স ক্লাব’র যৌথ আয়োজনে, আগামী ৯ নভেম্বর আলীকদম শীবাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু ও ডায়বেটিস চিকিৎসা দেয়া হবে বলে সূত্রে জানাযায়।
আজ শনিবার (১২ অক্টোবর) প্রতিনিধি দল আলীকদম জোন কমান্ডার, থানা অফিসার ইনচার্জ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে এতদ বিষয়ে সাক্ষাত করেন। সকাল ১০ টায় সাক্ষাতকালে আলীকদম জোন কমান্ডার প্রতিনিধি দলকে স্বাগত জানান। এসময় এক সৌজন্য চা-চক্রকালে জোন কমান্ডার বলেন, দূর্গম পাহাড়ের জনগোষ্ঠির নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী চিকিৎসা, শিক্ষাসহ সার্বিক উন্নয়ন প্রসারে কাজ করছেন। তিনি বলেন, লায়ন্স ক্লাব এতিহ্যগতভাবে একটি মানব সেবামূলক সংগঠন। আলীকদমের বিভিন্ন জনগোষ্ঠির মাঝে সেবাদ্যাগে লায়ন্স ক্লাবসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি অভিনন্দন জানান। এসময় সমিক্ষা সফরকারীরাও জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা ব্যাক্ত করেন।
জানাগেছে, বাংলাদেশ শ্যুটিংক্লাবের অন্যতম ব্যাক্তিত্ব জাতীয় শ্যুটার কমনয়েল্থ গেম্স-এ প্রথম স্বর্ণপদক প্রাপ্ত আতিকুর রহমান ও উদ্যাক্তা সাইফুদ্দিন জালালীর সহযোগিতায়, আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল সাইফ শামীম পিএসসি’র সার্বিক সহযোগিতায় সম্ভাব্য আগামী ৯ নভেম্বর/১৯ সিকিৎসা কার্যক্রম চলবে। সফরকারী দল সূত্রে জানাযায়, এদিন জেলা ৩১৫ বি৪, বাংলাদেশ জেলা গর্ভণর লায়ন কামরুন মালেক এমজেএফ, বিশেষজ্ঞ চিকিৎসকসহ আরো বিশিষ্ট লায়ন্স উপস্থিত থাকবেন।
সমিক্ষা সফরকারী দলে ছিলেন, জোন চেয়ার পার্সন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর লায়ন মো: আবদুল মান্নান,জেলা চেয়ার পার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা ও লায়ন্স ক্লাব অব চিটাগং এঞ্জেল এর সহ-সভাপতি লায়ন মুজিবল হক সোহেল। এছাড়া আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবানের সেক্রেটারী এম রুহুল আমিন ও লামা প্রেসক্লাব সেক্রেটারী- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন লামা শাখার সভাপতি মো.কামরুজ্জামান, স্থানীয় উদ্যাক্তা মো: খলিলুর রহমান প্রতিনিধি দলের সাথে সমন্বয় করেন।