গত ৮ অক্টোবর আশুলিয়ায় র্যাবের অভিযানে আহত হয়ে আটক আব্দুর রহমানই জঙ্গি সংগঠন নব্য জেএমবির প্রধান ছিলেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকালে মোবাইল ফোনের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, এই আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শাইখ আবু ইব্রাহিম আল-হানিফ।
এরআগে আইএসএর মুখপাত্র ‘দাবিক’ পত্রিকার এক প্রতিবেদনে আবু ইব্রাহিমকে আইএসের বাংলাদেশ প্রধান বলে উল্লেখ করেছিল।
র্যাবের বার্তায় আব্দুর রহমানের ঘনিষ্ট দুই সহযোগী নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে ২৭ লাখ ৭ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পরে কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও ক্ষুদেবার্তায় উল্লেখ করা হয়েছে।
গত ৮ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলায়’ অভিযান চালায় র্যাব।
অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে আহত হন ‘নব্য জেএমবির’ সদস্য আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবু। পরে তার মৃত্যু হয়।
ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে নগদ ৩০ লাখ টাকা, গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, অত্যাধুনিক মোবাইল জ্যামার,অনেকগুলো ধারালো ছুরি, চাপাতি, জিহাদী বই, কম্পিউটার সিপিইউ, ওয়াটার প্রুফ ক্যামেরা উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে আশুলিয়া থানার সূত্রে জানা গেছে।
