আবু সিদ্দিক মার্কেটের ম্যানেজার হাবিব উল্লাহর মৃত্যু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডটকম :

টেকনাফ বাস স্টেশনস্থ আবু সিদ্দিক মার্কেটের ম্যানেজার হাবিব উল্লাহ (৪৫) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর রাত পৌনে ২টার দিকে দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মৌ. আবুল কাশেমের প্রথম পুত্র।

আজ বাদ আছর নয়াপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

হাবিব উল্লাহ ভাই দীর্ঘদিন যাবৎ টেকনাফ বাস স্টেশনস্থ আবু সিদ্দিক মার্কেটের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা গেছে, হাবিব উল্লাহ স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১১টার দিকে অসুস্থতা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেন। পরে পৌনে দুইটার দিকে আরো অসুস্থ হয়ে পড়লে স্বজনরা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন এসময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে হাবিব উল্লাহর মৃত্যুতে মিডিয়া সেন্টার ও আবু সিদ্দিক মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।