টেকনাফ টুডে ডেস্ক : আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবর্ষণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলা সীমান্তের একটি চৌকিতে এ হামলার ঘটনা ঘটেছে।
গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর দ্বিতীয় দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটলো।
পাক সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ‘কুররাম জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসীরা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে।’
কাবুলের পতনের পর আফগান তালেবানের আনুগত্য স্বীকার করা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান, এই হামলার দায় স্বীকার করেছে।
তবে আফগান সরকার তাদের ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল করিমি রয়টার্সকে বলেছেন, ‘আমরা অন্যান্য দেশকে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি যে, তাদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’