বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আত্নসমর্পণকারী হ্নীলাস্থ লেদার ইয়াবা কারবারী আবু তাহেরের তারাবনিয়া ছড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও ৬০ হাজার ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়, ২ মে বিকালে কক্সবাজারে নবগঠিত র্যাব-১৫ এর অধিনায়ক মেজর মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আত্নসমর্পণকারী ইয়াবা কারবারী টেকনাফস্থ হ্নীলা ইউনিয়নের লেদা পূর্ব লেদার জালাল আহমদের পুত্র আবু তাহেরের কক্সবাজার উত্তর তারাবনিয়ার ছড়া বি-বøকের ২৬নং বাড়িতে অভিযান চালিয়ে ইঁদুরের কাটা ক্ষতিগ্রস্থ ৩৩ হাজার ও ২৩ হাজার মিলে নগদ ৫৬হাজার টাকা এবং লকারের ভেতরের বিশেষ কায়দায় লুকানো ৬০হাজার ইয়াবাসহ আত্মসমর্পণ করা মাদক কারবারী আবু তাহেরের বড় ভাই আবু বক্কর ছিদ্দিক, হোয়াইক্যংয়ের মহেশখালীয়া পাড়ার নুর আহমদের পুত্র সেলিম উদ্দিন ও কক্সবাজার পাহাড় তলীর কাদির বশরের পুত্র মোহাম্মদ আয়াছ (৩০) কে আটক করে।
এদিকে তালিকাভূক্ত মাদক কারবারী সিন্ডিকেট এখনো মাদকের চালান পাচার করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় উক্ত এলাকার আরো বেশ কয়েকটি চক্র এখনো মাদকের অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে বিভিন্ন সুত্রে প্রকাশ।