আজ বিশ্বকাপের ইংল্যান্ড-ভারত হাইভোল্টেজ ম্যাচ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ১. ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ৯৯ বারের দেখায় ইংল্যান্ডের ৪১ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৩ ম্যাচে। বাকি ৫ ম্যাচের ৩টি ফলহীন এবং ২টি টাই।

২. বিশ্বকাপে মুখোমুখি ৭ বারের দেখায় ভারত-ইংল্যান্ড দু’দলের জয়ই সমান ৩টি করে। বাকি ম্যাচটি টাই হয়।

৩. দলীয় সর্বোচ্চ :
ভারত : ৩৮৭/৫, রাজকোট, ২০০৮
ইংল্যান্ড : ৩৬৬, কটক, ২০১৮

৪. দলীয় সর্বনিম্ন :
ভারত : ১৩২/৩, লর্ডস, ১৯৭৫
ইংল্যান্ড : ১২৫/১০, জয়পুর, ২০০৬

৫. সর্বোচ্চ রান :
যুবরাজ সিং (ভারত)- ১৫২৩ রান
ইয়ান বেল (ইংল্যান্ড)- ১১৬৩ রান

৬. সর্বোচ্চ উইকেট :
রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৭ উইকেট
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৪০ উইকেট