হুমায়ূন রশিদ : বাংলাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাত হতে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃংখলার অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে নামানো হয়েছে স্ট্রাইকিং ফোর্স । তবুও প্রতিদ্বন্দি প্রার্থীগণ বিভিন্ন স্থানে ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে হাউস ক্যাম্পিং, সৌজন্য স্বাক্ষাৎ ও কৌশল বিনিময় চালিয়ে যাচ্ছে।
জানা যায়,২৭মে মধ্যরাত হতে আসন্ন ২৯মে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। টেকনাফ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের ৬০টি কেন্দ্রে কোন ধরনের আইন-শৃংখলার অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণ র্যাব, বিজিবি ও পুলিশের বিশেষ টিমের সমন্বয়ে গঠন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের টহল করতে দেখা গেছে।
কোন ধরনের দৈব-দূঘর্টনা না ঘটলে আগামী ২৯মে সকাল ৮টা হতে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১লাখ ৮০হাজার ৮শ ৩জন নারী-পুরুষ ভোটারদের ভোট গ্রহণ চলবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রাইকিং ফোর্সের টহল জোরদারের পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ ম্যাজিষ্ট্রেট,আইন-শৃংখলা বাহিনী ও আনসার সদস্য নিয়োগ রয়েছে।
এতে পুরুষ ভোটার ৯২হাজার ৭৫জন এবং নারী ভোটার ৮৮হাজার ৭শ ২৬জন এবং হিজড়া ২জনসহ মোট ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির সদস্য সচির মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে প্রতিদ্বন্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানগণ বিজয়ের আত্নবিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দি প্রার্থীগণ বিভিন্ন কৌশলে এখনো বিভিন্ন স্থানের ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে হাউস ক্যাম্পিং, সৌজন্য স্বাক্ষাৎ ও কৌশল বিনিময় চালিয়ে যাচ্ছে। ভোটের দিন সন্ধ্যায় ইভিএম পদ্ধতিতে ভোটারদের রায়ে কারা কারা হাসছে বিজয়ের শেষ হাসি তা দেখার অপেক্ষায় রয়েছে কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারেরা। ###