টেকনাফ টুডে ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে কারামুক্তির মেয়াদ বৃদ্ধি ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন।
নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, এই চিঠিতেও তারা আগের মতোই স্থায়ী মুক্তি চাচ্ছেন। আমি বুঝলাম না, স্থায়ী মুক্তি মানে কী? এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছেন। আমার কাছে আজকে সচিব সাহেব ফাইলটা দিয়েছেন। ওনারা (খালেদার পরিবার) কী আবেদন করেছেন, সেটা দেখে ভালো করে বিবেচনা করে আমি অতিসত্ত্বর নিষ্পত্তি করব। মঙ্গলবার নাগাদ হয়ে যাবে, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আমি বহুবার আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, যে শর্তে তাকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় মুক্তি দেওয়া হয়েছে, এর বাইরে আইনিভাবে আমাদের কিছু করার নেই। কিন্তু, এর পরও প্রত্যেকবার দেখছি, প্রথম যেভাবে চিঠি দেওয়া হয়েছিল, সেই আকারেই তারা আবেদন করছেন।’
আনিসুল হক বলেন, ‘আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সচিব সাহেব পেয়েছেন।’
আনিসুল হক বলেন, ‘আগের আইনি ব্যাখ্যায় যেটা স্পষ্টভাবে দাঁড়ায়, তা হলো—বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তার মানে, তিনি বিদেশে যেতে পারবেন না। বিদেশ থেকে ডাক্তার এনে তাকে চিকিৎসার করার অনুমতিও আমরা দিয়েছিলাম। ডাক্তার তার চিকিৎসা করেছেন, তাকে সুস্থও করেছেন।’
তিনি আরও বলেন, ‘আইনের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী মানবিকতা দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী মানবিকতা প্রথমবারই দেখিয়েছেন। এই যে বার বার রিনিউ হচ্ছে, সেটাও মানবিক কারণ থেকেই হচ্ছে।’
সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হবে।