আজ আদালতে মেজর সিনহা হত্যা মামলার আসামীদের জামিন শুনানী ও চার্জ গঠনের দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি, টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশীটভুক্ত ও পলাতক আসামী টেকনাফ থানার বরখাস্ত কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত আজ২৭জুন জামিন শুনানির দিন ধার্য্য করে । আজ তাদের জামিন শুনানী ও চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে চুপিসারে আদালতে ত্মসমর্পণ করে জামিন চান টেকনাফ থানার সাবেক এই কনস্টেবল। এসময় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন না-মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য্য করেন। আজ ২৭ জুন মামলার চার্জ গঠনের নির্ধারিত ধার্য তারিখে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম জানান, টেকনাফ থানার সাবেক কনষ্টেবল সাগর দেব মেজর হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। সে পলাতক ছিল। আজ দুপুরে আদালতে জামিন শুনানির আবেদন করলে আদালত জামিন না-মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য্য করেন।

এড দিলিপ দাশ পলাতক এই আসামির জামিনের আবেদন করেন।

২৭ জুন সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ দাশ ও বরখাস্ত এ এসআই নন্দ দুলাল রক্ষিতের জামিন শুনানির দিনও রয়েছে। গত ১৩ জুন জেলা ও দায়রা জজ আদালতে তাদের জামিন শুনানির জন্য পৃথক আবেদন করলে আদালত ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য্য করেছিলেন। গত ১০ জুন ওসি প্রদীপকে চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে নিয়ে আসা হয়েছে।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাখেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে।

এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযোগে পুলিশের দায়ের মামলার ৩ জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া একই অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও। মামলায় গ্রেপ্তারকৃত ১৪ আসামিদের র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি ওসি প্রদীপের বডিগার্ড ছিলেন। তদন্ত কারী সংস্থা র্যাব সাগর দেবসহ মোট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।